শহীদ পরিবারদের নিয়ে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা-১০ আসনে জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু
শহীদ পরিবারদের নিয়ে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে। ধানমন্ডিতে এক অভিজাত হোটেলে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার ।
মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন পরিচালক অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে এবং নিউমার্কেট থানা আমীর ও আসন কমিটির সদস্য সচিব মাওলানা মহিব্বুল হক ফরিদের পরিচালনায় অনুষ্ঠানে মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আসন কমিটির সহকারী পরিচালক জনাব শেখ শরীফ উদ্দীন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগন, ওলামা প্রতিনিধি, নারী প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, ঢাকা ১০ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের স্থানীয় নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।